বসলো ৩৮তম স্প্যান, পদ্মা সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান

0

ঢাকা অফিস: মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১ ও ২ নম্বর পিয়ারের উপর ৩৮তম স্প্যান বসানো হয়েছে। আজ শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো সেতুর পাঁচ হাজার ৭০০ মিটার। আর বাকি থাকল সেতুর আর মাত্র তিনটি স্প্যান। এর আগে গত ৬ নভেম্বর ৩৬তম এবং ১২ নভেম্বর সেতুর ৩৭তম স্প্যান বসানো হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘স্প্যানটি গত ১৬ নভেম্বর বসানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত পিয়ার দুটির একটি ডাঙায় এবং অপরটি নদীতে থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেনের চলাচলের উপযোগী করতে হয়েছে। এরপর কারিগরি অন্য বিষয় প্রস্তত করতে আরো কয়েকদিন সময় লেগে যায়।’নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ‘আজ সকাল ৯টার দিকে কুমারভাগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৮তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারের উদ্দেশে রওনা হয়। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।’

Share.