বাংলাদেশকে ২৫ কোটি ইউরো ঋণ সহায়তা দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক

0

ঢাকা অফিস: দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ৪২ দশমিক ৫ কোটি ইউরো সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ২৫ কোটি ইউরো ঋণ সহায়তা দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। এটি সহায়তার প্রথম ধাপ, যা করোনা টিকা কার্যক্রম পরিচালনার জন্য দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কেটেল থমসেন এবং বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বৃহস্পতিবার লুক্সেমবার্গে ইআইবি সদর দপ্তরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে অর্থ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এ সহায়তার আওতায় পড়বে। ‘এ অঞ্চলের নাগরিকদের করোনার কবল থেকে নিরাপত্তা দেওয়া এবং তাদের কার্যকর ভ্যাকসিন প্রদানে সহায়তা করতে পেরে ইআইবি খুবই গর্বিত’ বলে উল্লেখ করেন সংস্থার দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান কেটেল টমসেন। বলেন, কোভ্যাক্সের আওতায় ইআইবির ১.৩ বিলিয়ন ইউরো সহায়তা বৈশ্বিক টিকাদান কর্মসূচিকে তরান্বিত করার পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধের বিজয় নিশ্চিত করবে।’ টিকা কিনতে ২৫ কোটি ইউরোর এ ঋণ সহায়তাকে খুব তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ১৬০টি দেশে ইআইবি বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমে ৮ দশমিক ১ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।

Share.