বাংলাদেশের বিপক্ষে সেরাটা উজাড় করে দিতে বললেন পেরেরা

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলতে আশাবাদী শ্রীলঙ্কার নবনির্বাচিত অধিনায়ক কুশল পেরেরা।বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে পেরেরা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ম্যাচে জয়-পরাজয় আছে, কিন্তু ভয় পেলে চলবে না। দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে কখনোই শতভাগ দেওয়া যাবে না। আমি খেলোয়াড়দের একটি কথাই বলব, মাঠে যাও। নিজেদের সেরাটা উজাড় করে দাও।’তিনি আরও বলেন, ‘আমি যদি অনুশীলনে দৃঢ়তা দেখাতে পারি, মাঠে সেটা প্রয়োগ করতে পারব। এটাই ছেলেদের জন্য আমরা বার্তা। আমরা যদি মাঠে নামার আগেই ভয় পাই, তাহলে সামনে এগিয়ে যেতে পারব না। এমন ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে চাই, যারা আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করবে, আক্রমণাত্মক ক্রিকেট খেলবে।’ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, আগামী ২৩ মে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে। পরের দুটি ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে।এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের এই দলে তরুণ ক্রিকেটারের আধিক্য।১৮ সদস্যের শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনাক), দানুষ্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বানদারা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জায়া, নিরোশান ডিকওয়েলা, দুশমান্থা চামিরা, রামেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সানদাকান, চামিকা কারুনারাত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

Share.