বাংলাদেশের সঙ্গে তুরস্কের তিন পথে চলাচল বন্ধ

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের নতুন ধরনের প্রকোপে বাংলাদেশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে স্থল, আকাশ, সমুদ্র পথে চলাচল বন্ধ করেছে তুরস্ক।আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশের সঙ্গে তুরস্কের বিমান চলাচল বন্ধ রাখবে।দেশটির দৈনিক ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ যেসব দেশে করোনা সংক্রমণের নতুন ধরনের প্রকোপ দেখে দিয়েছে সেসব দেশের সঙ্গে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে স্থল, আকাশ, সমুদ্র যেকোনো ধরনের সরাসরি প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।এছাড়া তুরস্কে পৌঁছানোর পর স্থানীয় সরকার পরিচালিত স্থাপনায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে আবারও করোনার নেগেটিভ পরীক্ষার দরকার হবে। কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাকে আইসোলেশনে রাখা হবে এবং ১৪ দিন পর আবারও করোনা পরীক্ষা করতে হবে।করোনাভাইরাস মহামারিতে তুরস্কে এ পর্যন্ত ৫৪ লাখ ১৪ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৯ হাজার ৬৩৪ জন।

Share.