বুধবার, জানুয়ারী ২২

বাংলাদেশের সাথে চীনের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই চলছে

0

ঢাকা অফিস: বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। এর অংশ হিসেবে দুই দেশের মাঝে প্রাথমিক প্রতিবেদন বিনিময় হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে এক বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে এ তথ্য জানান। সচিব বলেন, চীনে এখন যত পণ্য রপ্তানি হয় এই চুক্তির পরে এর বাইরেও পণ্য রপ্তানি করা যাবে। চীনের বিনিয়োগও বাড়বে। এখন চীনে বেশী রপ্তানি হয় পোশাক। গত বছর চীনে ৬৭৭ মিলিয়ন ডলার পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে আইসিটি, পাট, কৃষি ও চামড়াজাত পন্য রপ্তানি হবে চীনে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে এই বাণিজ্য সম্পর্ক চীনের সাথে আরও বাড়বে। ২০২৬ সাল নাগাদ মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে। এটা হলে অর্থনৈতিকভাবে দুই দেশই লাভবান হবে। উল্লেখ্য, গত একবছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ এসেছে ২২ দশমিক ৯ বিলিয়ন ডলার। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে এই বিনিয়োগ বেড়ে যাবে।

Share.