বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত- ১৬১৭,মৃত্যু- ১৬

0

ঢাকা অফিস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এক হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন, তার মধ্যে এটাই সর্বোচ্চ, অর্থাৎ রেকর্ড। এর আগে গত ১৮ মে সর্বোচ্চ এক হাজার ৬০২ জন রোগী শনাক্ত হয়েছিলেন। তিনি বলেন, নতুন করে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ। তিনজন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তকরণে ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয় দুই লাখ তিন হাজার ৮৫২টি। আর নমুনা সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ১৩৮টি। ডা. নাসিমা সুলতানা বলেন, শেষ ২৪ ঘণ্টায় নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

Share.