বাংলার সমৃদ্ধি জাহাজের জন্য বিমা করপোরেশনের কাছে ২২.৮ মিলিয়ন ডলার বিমা দাবি

0

ঢাকা অফিস: রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার পর পরিত্যক্ত হওয়া বাংলার সমৃদ্ধি জাহাজের জন্য সাধারণ বিমা করপোরেশনের কাছে ২২.৮ মিলিয়ন ডলার বিমা দাবি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সব ধরনের নিয়ম-কানুন অনুসরণ করে এ বিমা দাবি করা হয়েছেন বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা সমস্ত আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে বিমা দাবি করেছি। বিমাকারী এখন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে এবং দাবি পরিশোধ করবে। গত ২ মার্চ অলভিয়া বন্দরের অদূরে নোঙর করা জাহাজটিতে রকেট আঘাত হানে। এতে থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষণা করে সরকার। এ ব্যাপারে খালিদ মাহমুদ বলেন, ‘জাহাজটি যথাযথভাবে সব প্রক্রিয়া অনুসরণ করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন এটি দেখাশোনার জন্য ওয়াচম্যান খোঁজা হচ্ছে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ভারতের মুম্বাই থেকে তুরস্ক হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। সেখান থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলা জাহাজটির। কিন্তু সেদিন থেকেই রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করলে আটকা পড়ে জাহাজটি।বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ব এই কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরে ছয়টি জাহাজ কেনে। এর মধ্যে তিনটি তেল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। বাংলার সমৃদ্ধি একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। এই ছয়টি জাহাজ কিনতে বাংলাদেশ সরকারকে ২০ বছরের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে চীন। ২০৮ কোটি টাকায় চীন থেকে জাহাজটি কিনেছে সরকার। বাংলার সমৃদ্ধি জাহাজটি ২০১৮ সালে সালে শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়েছে।

Share.