বাগদাদে রকেট হামলায় ইরানকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার জন্য ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বাগদাদের মার্কিন দূতাবাস বুধবার এক বিবৃতিতে দাবি করেছে, মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে যেসব রকেট আঘাত হেনেছে তা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো নিক্ষেপ করেছে।  ইরাক সরকার বুধবার এক বিবৃতি প্রকাশ করে জানায়, মঙ্গলবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলে কে বা কারা সাতটি রকেট নিক্ষেপ করে। এগুলোর মধ্যে চারটি রকেট নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আঘাত হানে। এতে এক শিশু নিহত ও পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়। বাগদাদের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত। বাগদাদস্থ মার্কিন দূতাবাস এবং ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের ঘাঁটিতে গত কয়েক মাসে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে।

Share.