ডেস্ক রিপোর্ট: মানুষের পর এবার যুক্তরাষ্ট্রে প্রাণীদের দেহে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। রোববার (৪ জুলাই) ওকল্যান্ড চিড়িয়াখানায় বাঘ, ভালুক ও সিংহকে দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। মহামারি করোনাভাইরাস থেকে প্রাণীদের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে সাড়ে তিন কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ছয় লাখ ২০ হাজারের বেশি।তবে, বর্তমানে দেশটিতে সংক্রমণ কমেছে উল্লেখযোগ্য হারে। এর কারণ হিসেবে দ্রুত টিকাদানের ব্যবস্থাকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ৭০ ভাগ মানুষ এরইমধ্যে টিকা নিয়েছেন। মাস্ক পরাও আর বাধ্যতামূলক নয় দেশটিতে।তাই দেশটিতে এবার মানুষের পাশাপাশি প্রাণীদের দেহে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড চিড়িয়াখানায় রোববার দুটি বাঘ, একটি ভালুক ও পাহাড়ি একটি সিংহকে টিকা দেয়া হয়। টিকা নেয়ার পর প্রত্যেকে সুস্থ আছে।ভেটেরিনারি ফার্মা সংস্থা জোয়েটিস প্রাণীদের জন্য এই টিকা তৈরি করেছে। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যের ৭০টি চিড়িয়াখানায় প্রায় ১১ হাজার টিকা পাঠাবেন তারা। প্রাণীদের করোনা থেকে সুরক্ষা দিতেই টিকার আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয়।সংক্রমণের ঝুঁকিতে থাকা ১১০টি প্রাণীকে টিকার জন্য নির্বাচন করা হয়েছে। আগামীতে সব প্রাণীকেই টিকার আওতায় আনা হবে।সংস্থাটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অন্য দেশের চিড়িয়াখানার জন্যও টিকা পাঠাবেন তারা।
বাঘ ভালুকদের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র
0
Share.