বাজারে আসছে রোবট বৌ ক্যাটনিলা !

0

ডেস্ক রিপোর্ট:  টুইটারের নতুন মালিক ইলন মাস্ক একের পর এক চমক দেখাচ্ছেন বিশ্ববাসীকে। একদিকে ইলেকট্রিক গাড়ি টেসলা। অন্যদিকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার। দুই দিক এক সঙ্গে সামলাচ্ছেন তিনি। যাই হোক, মাঝে মধ্যেই নানা কারণে ভাইরাল হন তিনি। এবার যে ঘটনা ঘটালেন তিনি, তা দেখে সবার চক্ষু চড়কগাছ। সম্প্রতি ভাইরাল হয়েছে, এলন মাস্ক একটি রোবট-কে চুমু খাচ্ছেন। ইন্টারনেটে সেই ছবি ভাইরাল হতেই ঝড় উঠেছে রীতি মতো। কিন্তু চুমু খাচ্ছেন কেন তিনি একটি যন্ত্রকে? সম্প্রতি একটি হিউম্যানয়েড রোবটের প্রোটোটাইপ বানিয়েছে টেসলা। যার নাম অপ্টিমাস। গত ১৬ মে থেকে ছবিটি ভাইরাল হচ্ছে, যা পোস্ট করেছেন ড্যানিয়েল মেভার্ন নামে একজন টুইটার ইউজার। ছবিতে দেখা যাচ্ছে, চারটি আলাদা আলাদা নারী রোবটকে চুমু খাচ্ছেন বিশ্বের দ্বিতীয়তম ধনী। তবে অনেকের দাবি, এই ছবির কোনো সত্যতা নেই, সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল। তবে ওই টুইটার ইউজার জানিয়েছেন, এলন মাস্কের টেসলা এমন এক রোবট বানিয়েছে যার মধ্যে নারীদের মতো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই রোবট বানিয়েছে টেসলা। ওই ব্যক্তি আরো বলেন, এলন মাস্ক যেমনটা চান সেই ভাবেই এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবট তৈরি করা হয়েছে, এই রোবটের নাম নাকি ক্যাটনিলা। এটি সৌরশক্তি দ্বারা কাজ করে। এই রোবট আনন্দ ও দুঃখ উভয়ই অনুভব করতে পারে। কিছুতেই বিশ্বাস করছেন না অনেকেই। কেউ মজার ছলে লেখেন, এই রোবটের স্বামী কোথায়?  লিংক: Elon Musk announces the future wife who is she? It is the first robot that has been manufactured specifically designed with artificial intelligence with the personality and the characteristics of the female that he dreams of…which is not found in any normal person, because of… pic.twitter.com/a2JdpTfwef — Daniel Marven (@danielmarven) May 16, 2023

Share.