বাড্ডায় হোসেন মার্কেটের সামনে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

0

ঢাকা অফিস: রাজধানী বাড্ডায় হোসেন মার্কেটের সামনে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোঃ সালমান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার(১৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মেহেদী হাসান জানান, আমার ভাইবাড্ডা ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাহিরে ঘুরতে বের হয়। আমরা সাড়ে তিনটার দিকে খবর পাই আমার ভাই বাড্ডা হোসেন মার্কেটের সামনে পড়ে আছে। পরে আমরা গিয়ে ওখান থেকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে জাই সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান আমার ভাইকে কারা মেরেছে এ বিষয়ে আমরা কিছু জানি না তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের বলমন্ত্ররচরে, বর্তমানে বাড্ডার হোসেন মার্কেটে ময়নার বাগের মোঃ শাহ আলমের সন্তান। আমার বাবা এলাকায় ফল ব্যবসায়ী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।তিনি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে আমরা জানতে পেরেছি প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

Share.