বানরদের মৌলিক অধিকার দিতে গণভোট

0

ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের সরকার বন্যপ্রাণীদের ব্যাপারে সবসময়েই সতর্ক। এবার তারা বন্যপ্রাণীদের রক্ষায় বানর এবং হনুমানদের মৌলিক অধিকার দেওয়ার ব্যাপারে জনগণের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  সারা পৃথিবীতে বন্যপ্রাণীদের উপর যে আগ্রাসন চলছে তার বাইরে নয় সুইজারল্যান্ডও। এ কারণেই এবার বিশেষ করে বানরদের সুরক্ষায় নামলো দেশটির সরকার।  প্রাণীদের বাঁচাতে অন্য দেশের মতো এবার আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে সুইস সরকার। জানা গেছে, বিরল প্রজাতির বন্যপ্রাণী বানরদের বাঁচাতে সুইজারল্যান্ডের বাসেল শহরের উওর ক্যান্টন এলাকায় প্রায় এক লাখ মানুষের কাছ থেকে সাক্ষর নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে এই প্রস্তাবটির বৈধতা দেওয়ার বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছিল। তবে সে দেশের সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেয়।

Share.