বার্সাকে দুই হালি গোলে উড়িয়ে সেমিতে বায়ার্ন

0

স্পোর্টস ডেস্ক: ১৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নেই মেসি-রোনালদোর কেউ। আসর থেকে রোনালদোর জুভেন্টাস ছিটকে গেছে আগেই। এবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ কাছে ৮-২ গোলের বিশাল হারে বিদায় নিলো বার্সেলোনা। শুক্রবার রাতে স্তাডিও দা লুজে বায়ার্নের পক্ষে জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কুতিনহো। একবার করে লক্ষ্যভেদ করেছেন ইভান পেরিসিক, সার্জে জিনাব্রি, জসুয়া কিমিচ ও রবার্ট লেওয়ানডোস্কি।।  লিসবনের মাঠে বার্সার প্রথম গোলটি আসে আলাবার আত্মঘাতী গোলের সৌজন্যে। অপর গোলটি করেন লুইস সুয়ারেজ।  এদিন ইউরোপ সেরা লিগের ইতিহাসে নকআউট পর্বে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ ৮ গোল করার রেকর্ড গড়লো বায়ার্ন মিউনিখ।  অন্যদিকে ২০০৪ সালে অভিষেকের পর এই পর্যন্ত এত বড় হার দেখেননি বার্সার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শনিবার রাতে টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে লিঁওর বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের জয়ীরা ১৮ আগস্ট প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের। অন্যদিকে ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে মাঠে নামবে আরেক জার্মান দল আরবি লিপজিগ।

Share.