বায়তুল মোকাররমে ঈদের জামাত শুরু সকাল ৭টায়

0

ঢাকা অফিস: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদে।সকাল ৭টায় প্রথম জামাত হওয়ার পর দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এ রপর পর্যায়ক্রমে সকাল ৯টায় তৃতীয় জামাত, ১০টায় চতুর্থ জামাত হবে। পঞ্চম ও শেষ জামাত হবে বেলা পৌনে ১১টায়। এ বিষয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতের ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক। বেলা পৌনে ১১টার সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মুহিউদ্দিন কাসেম। পাঁচটি জামাতের কোনটিতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আবদুল্লাহ। উল্লেখ্য, আজ রবিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে ঈদ উদ্‌যাপিত হবে মঙ্গলবার।

 

Share.