মঙ্গলবার, ডিসেম্বর ২৪

বিউটি প্লাজা মার্কেটে অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

0
ঢাকা অফিস: জামালপুর শহরের মেডিক্যাল রোডে বিউটি প্লাজা মার্কেটের তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলার ভেতরে ঢাকা টেলিকম নামের একটি মোবাইল ফোন সেট ও ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান পুড়ে ছাই হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত বাংলাদেশ সময় সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানটির মালিক পক্ষ দাবি করেছেন। দোকানটি বন্ধ করে যাওয়ার ২০ মিনিটের মধ্যে আগুন লাগার কথা জানালেও ওই দোকানের কর্মচারীরা আগুন লাগার কারণ জানাতে পারেনি। তবে ভবনটির তিনতলার একটি কক্ষ থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখে শহর জুড়ে আতঙ্ক দেখা দেয়। ওই এলাকার পিডিবির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় ওই ভবনে থাকা ব্র্যাক ব্যাঙ্ক, সিঙ্গারের শোরুম, দুটি বীমা অফিসসহ অন্তত ২০টি দোকানপাট ও শোরুম রক্ষা পেয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আফছার উদ্দিন জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে দোকানটির ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’
Share.