যুক্তরাজ্যে এখন করোনা ভাইরাস

0

ডেস্ক রিপোর্ট: চীনের উহান শহরে সৃষ্ট প্রাণঘাতী করোনা ভাইরাস এখন যুক্তরাজ্যে। একই পরিবারের দুই সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে এই প্রথম আক্রান্তের খবর এলো। এ ব্যাপারে শুক্রবার ইংল্যান্ড অঞ্চলের চিফ মেডিকেল অফিসার ক্রিস উইটি একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, আক্রান্ত রোগীদের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাইরাসটি যাতে আর ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা চেষ্টা করছেন বলেও বিবৃতিতে জানান ক্রিস উইটি। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে সংক্রমণ হওয়া এ ভাইরাসটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২১৩ জন প্রাণ হারিয়েছেন। এদিকে করোনা ভাইরাস ১৫ মিনিটেই নির্ণয় করা যাবে বলে খবর বেড়িয়েছে। দ্রুততম সময়ে করোনা ভাইরাস নির্ণয়ের এ পদ্ধতি বের করেছেন চীনের বিজ্ঞানীরা। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর ক্ষেত্রে একে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের উসি’তে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা এটি বের করেছেন। তারা চীনের ন্যাশনাল ইন্সটিটিউট ফর ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সঙ্গে যৌথ ভাবে এ লক্ষ্যে কাজ করেন এবং মাত্র ১০দিনের মধ্যে এটি বের করতে সক্ষম হন। এর মাধ্যমে ৮ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বাক্স বা কিটের গণ-উৎপাদনও শুরু হয়েছে চীন। বর্তমানে প্রতিদিন ৪ হাজার বাক্স উৎপাদন করা হচ্ছে। তবে উসির নগর কর্তৃপক্ষ উৎপাদন মাত্রা আরও বাড়ানোর চেষ্টা করছে।

Share.