বিদেশি ক্রিকেটার না থাকলেও আকর্ষণ কমবে না: মিরাজ

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ মনে করছেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ না থাকলেও টুর্নামেন্টের আকর্ষণ কমবে না। ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৪ জন করে বিদেশি খেলোয়াড় থাকেন প্রতি একাদশে। ঢাকা প্রিমিয়ার লিগে সেই সংখ্যাটা কম হলেও বিদেশিদের উপস্থিতি থাকে। এবারই প্রথম বড় পরিসরে দেশিদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। বিপিএল না হলেও বঙ্গবন্ধু কাপের মাধ্যমে বিপিএলের আমেজ পাওয়া যাচ্ছে অনেকটা। মিরাজ মনে করেন, এই আসর দেশি ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় বিদেশি খেলোয়াড় না থাকায় আকর্ষণ কম হবে না। আমাদের দেশি খেলোয়াড়রা ভালো একটা সুযোগ পাচ্ছে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে। এর আগে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, বিপিএল বলুন বা অন্য টুর্নামেন্টগুলো- বিদেশিরা খেলেছে। বিপিএল একাদশে ৪ জন বিদেশি খেলে, দেশি খেলোয়াড় খেলে ৭ জন। এখানে কিন্তু ১১ জনই দেশি খেলোয়াড় সুযোগ পাচ্ছে। সব দেশি খেলোয়াড়ই পারফর্ম করবে।’ পাঁচ দলের টুর্নামেন্টে প্রতিটি দল সাজানো হয়েছে ড্রাফটের মাধ্যমে। প্রতিদ্বন্দ্বিতা আঁচ টের পাওয়া যাচ্ছে টুর্নামেন্ট শুরুর আগেই। সেরাদের মঞ্চে মিরাজ নিজেকেও ঝালিয়ে নিতে চান। ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা পজিটিভ সাইন। সবাই ভালো দল সাজিয়েছে, সবাই গুরুত্ব সহকারে নিচ্ছে। আমিও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবো। বিসিবি প্রেসিডেন্টস কাপে এত ভালো খেলতে পারিনি।’– যোগ করেন তিনি।

Share.