বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

0

ঢাকা অফিস: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জন মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে খাসতবক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু এ তথ্য জানান। নিহতরা হলেন- হামিদা বেগম (৪০) তার ছেলে রাসেল (১৪) ও ভাসুর দেলোয়ার হোসেন (৬৫)।এলাকাবাসী সূত্রে জানা যায় , সুপারি বাগান থেকে চোর যেন সুপারি নিয়ে যেতে না পারে সেজন্য গাছের চারপাশের বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন দেলোয়ার হোসেন। সোমবার বাংলাদেশ সময় ভোরে তিনি বিদ্যুৎ লাইন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে বাঁচাতে রাসেল ঘটনাস্থলে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর রাসেলের মা ঘটনাস্থলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

Share.