বখাটে শিক্ষার্থীদের উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

0

ঢাকা অফিস: ঢাকার অদূরে ধামরাইয়ে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী মুন্নি আক্তার (১৪) বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একই স্কুলের ৯ম শ্রেণীর ৪ ছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার বাংলাদেশ সময় রাতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মুন্নির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নি আক্তার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। আটককৃতরা হলো-চৌহাট ইউনিয়নের চড় রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭), একই ইউনিয়ন ও একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি (১৫) ইউনুস খানের ছেলে সফিকুল খান (১৬) এবং আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া (১৫)। এরা ৪ জনই রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মুন্নি বাংলাদেশ সময় বিকেলে স্কুল থেকে ফিরে তার নিজের কক্ষে প্রবেশ করে । এরপর তার কক্ষে দীর্ঘ সময় কোন সাড়া শব্দ না পেয়ে স্বজনরা ডাকাডাকি করে। পরে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর স্থানীয়রা ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে।এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে জানা যায়, বখাটে স্কুল ছাত্রদের উত্ত্যক্তের শিকার হয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উত্ত্যক্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার স্কুলছাত্রকে আটক করা হয়েছে। এ ঘটনার নিহতের লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

Share.