বিলকিস বানু: ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ

0

ডেস্ক রিপোর্ট: ভারতে গণধর্ষণের শিকার বিলকিস বানুর ১১ ধর্ষককে মুক্তির সিদ্ধান্তে বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। বিবিসি জানায়, ২০০২ সালে গুজরাটে দাঙ্গায় বিলকিস বানু গণধর্ষণের শিকার হন। তার পরিবারের অন্তত ১৪ জন সদস্য দাঙ্গায় প্রাণ হারায়। ১৫ বছর কারাভোগের পর গত ১৫ আগস্ট দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসে ওই ধর্ষকদের মুক্তি ঘোষণা করে গুজরাট সরকার। এ সিদ্ধান্তের কড়া সমালোচনা জানিয়েছে মানবাধিকার কর্মীরা। তারা অবিলম্বে ওই ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছেন। অদিতি নামে একজন বিক্ষোভকারী বলেন, দেশজুড়ে নারীবিদ্বেষ এবং পুরুষতান্ত্রিকতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ১১ ধর্ষককে মুক্তির সিদ্ধান্ত জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাবে। আরেকটি পৃথক বিবৃতিতে দেশটির ১০০ জন সিভিল সার্ভেন্ট প্রধান বিচারপতি বরাবর একটি চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, ১১ ধর্ষককে মুক্তির সিদ্ধান্ত বাকি নারীদের নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলবে।

Share.