বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক:  আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত সময়সূচি অনুসারে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেপ্টেম্বরের ২৯ তারিখ গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার দুইদিন পর ২ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও আরও দুটি ভেন্যুতে প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো থিরুভানান্থাপুরামের গ্রিনফিল্ড স্টেডিয়াম এবং হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম। তবে গুয়াহাটি ও থিরুভানান্থাপুরামে বিশ্বকাপের মূল পর্বের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। অন্যান্য প্রস্তুতি ম্যাচগুলির মধ্যে, নিউজিল্যান্ড ২৯ সেপ্টেম্বর হায়দ্রাবাদে পাকিস্তানের সাথে মুখোমুখি হবে, যেখানে স্বাগতিক ভারত পরের দিন গুয়াহাটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। ২ অক্টোবর থিরুভানান্থাপুরামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, আর পরের দিন হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে পাকিস্তান। উল্লেখ্য, ৫ অক্টোবর পূর্বের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা।

Share.