বিশ্বজুড়ে করোনার সংক্রমণ শেষের পথে: ডব্লিউএইচও প্রধান

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। করোনা মহামারি মোকাবেলায় প্রত্যেক দেশকে তাদের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আলজাজিরা জানায়, বুধবার (১৪ সেপ্টেম্বর) একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপরের তথ্য জানান টেড্রোস। এখনও পর্যন্ত করোনাভাইরাসে ষাট লাখের বেশি মানুষ মারা গিয়েছে। টেড্রোস আরও বলেন, ‘করোনা মহামারি শেষ করার জন্য আমরা কখনোই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, কিন্তু (করোনা মহামারির) শেষ দেখা যাচ্ছে।’ ২০২০ মালের মার্চের পর থেকে করোনাভাইরাসে সংক্রমণের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। গত সপ্তাহে করোনায় সংক্রমণ সর্বনিম্ন পর্যায়ে ছিল। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা ভাইরাসের আরও ভ্যারিয়েন্ট, আরও মৃত্যু, আরও বিধিনিষেধ এবং আরও অনিশ্চয়তার ঝুঁকির মধ্যে পড়ে যাবো।’

Share.