বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে রিট

0

ঢাকা অফিস: দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলতে দেওয়া অসাংবিধানিক। এর কোনও আইনগত ভিত্তি নেই। বুয়েটের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি রাখার কোনও যৌক্তিকতা নেই।’ রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটটির ওপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানান রিটকারী আইনজীবী।

Share.