বিশ্বে একদিনে সর্বাধিক করোনা সংক্রমণ, দ্রুততম গতি ভারতে

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক তিন লাখ সাত হাজার ৯৩০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর গতকাল রোববার ২৪ ঘণ্টায় সর্বাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক তিন লাখ ছয় হাজার ৮৫৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়।সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে ইউরোপের দেশগুলোতেও দিন দিন আক্রান্ত বাড়ছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, গতকাল রোববার ভারতে ৯৪ হাজার ৩৭২ জন, যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৫২৩ জন এবং ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।ডব্লিউএইচও জানায়, করোনায় গতকাল রোববার ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে বিশ্বে মোট মৃত্যু দাঁড়ালো ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জনে। একদিনে ভারত ও যুক্তরাষ্ট্রে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যেখানে ব্রাজিল জানিয়েছে তাদের দেশে গতকাল রোববার করোনায় ৮৭৪ জনের প্রাণহানি হয়েছে।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ২৬ হাজার ৪৮১ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৪৬৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

সবচেয়ে দ্রুত বাড়ছে যেখানে: করোনায় আক্রান্তের সংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। ভারতে গতমাসে ২০ লাখের মতো মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মাসিক আক্রান্তের বিবেচনায় এটিই সর্বাধিক। ভারতে দিনে ৬৪ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে মৃত্যু সংখ্যা হাজারের ওপরে থাকছে।এদিকে, ব্রাজিলে ৪০ লাখের বেশি মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে লাতিন আমেরিকার মধ্যে সর্বাধিক এক লাখ ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সংখ্যা বিশ্বের মোট করোনা সংক্রমণের প্রায় এক-চতুর্থাংশ। তবে গত জুলাইয়ের পর থেকে দেশটিতে আক্রান্ত শনাক্ত কমছে। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের আক্রমণে এক লাখ ৯৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ২৮ হাজার ২০৮ জন রোগী মারা গেছে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।

Share.