বিশ্বে প্রতি চারজনের একজন মারা যাচ্ছে ভারতে

0

ডেস্ক রিপোর্ট: মহামারি করোনায় নাকাল ভারতে সংক্রমণের পাশাপাশি যেভাবে মৃত্যু বেড়ে চলেছে, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। কারণ এই মুহূর্তে যে হারে মৃত্যু বাড়ছে গোটা বিশ্বে, তার ২৫ শতাংশই ভারতে।বুধবারের (২৮ এপ্রিল) সারাবিশ্বে ১২ হাজার ৩০৩ জন করোনা রোগী প্রাণ হারান। যার মধ্যে ভারতেই মারা যান ৩ হাজার ২৯৩ জন। অর্থাৎ প্রতিদিন বিশ্বে করোনায় যত মৃত্যু ঘটছে, তার প্রতি চারটির মধ্যে একটি ঘটছে ভারতে।ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনের।গত বুধবার থেকে দেশে দৈনিক মৃত্যু ৩ হাজারের উপরেই রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে দৈনিক মৃত্যু ১০০০ ছাড়িয়ে গিয়েছে।মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বতালিকায় চতুর্থ স্থানে ভারত। শীর্ষে আমেরিকা (৫ লাখ ৭৫ হাজার ১৯৩)। দ্বিতীয় স্থানে ব্রাজিল (৪ লাখ ১ হাজার ১৮৬)। তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো (২ লাখ ১৬ হাজার ৪৪৭)। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন (১ লাখ ২৭ হাজার ৭৫৯)।

Share.