বিশ্ব ইজতেমা ময়দানে চলছে লাখো মুসল্লিদের উপস্থিতিতে বয়ান

0

ঢাকা অফিস:  দুনিয়া এবং আখেরাতে কীভাবে সুখ শান্তিতে কাটানো যায় ইসলামের সেই সব আমল আখলাক নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে তাবলীগ জামাতের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শীর্ষ মুরুব্বিদের বয়ান। ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল এখন লাখো মুসল্লি। শুক্রবার থেকে শুরু হওয়া সকাল দুপুর সন্ধ্যা রাত পর্যন্ত বিরতিহীনভাবে নানা ভাষাভাষীর বয়ান নানা ভাষায় তরজমা করে শোনানো হচ্ছে মুসল্লিদের। শনিবার বাদ ফজর মাওলানা ইব্রাহীম দেওলা ও মাওলানা খুরশিদুল হক রায়বেন্ডের বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের ইজতেমা। বাদ জোহর বয়ান করবেন ভাই ওমর ফারুক। বাদ আসর মাওলানা জুহারাইল হাসান। বাদ মাগরিব মাওলানা মাওলানা ইব্রাহীম দেওলা। ভাষান্তরে থাকছেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার দ্বিতীয় দিন প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। বাদ আসর শীর্ষ মুরুব্বিগণ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বর-কনের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের আসর বসবে। বর বেশে শতাধিক পাত্রের যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা ইজতেমার একটি বিশেষ আকর্ষণ। রাজধানী ঢাকার জিরোপয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে আয়োজন করা হয়েছে এ বিশ্ব ইজতেমার। প্রথম পর্বের আয়োজনে থাকছেন আলেমওলেমাদের যোবায়ের অনুসারী মুসল্লীরা। প্রথম পর্বের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে কাল রবিবার জোহর নামাজের পূর্বে যে কোন সময়।।

Share.