বিশ্ব পরিবেশ দিবসে এমএসএস এর বৃক্ষরোপন কর্মসূচি

0

ঢাকা অফিস:  বিশ্ব পরিবেশ দিবসে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) তার ৬টি কর্ম এলাকায় বৃক্ষরোপন এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে।জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।এ বছরের প্রতিপাদ্য হলো- ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার’। তার সাথে একাত্মতা ঘোষণা করে প্রতি বছরের ন্যায় এবারও এমএসএস বৃক্ষরোপন এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে।বৃক্ষরোপন এবং বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংস্থার প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান।এ সময় তিনি ঠাকুরগাঁও- এর সেনুয়া নদী এবং ভুল্লি নদীর পাড়ে এমএসএস- এর ঋণী সদস্যদের মাঝে ফলজ এবং বনজ গাছ বিতরণ করেন এবং বৃক্ষরোপন করেন। এছাড়াও নীলফামারীর সৈয়দপুর, পঞ্চগড়ের বোদা, নওগাঁর বদলগাছি এবং বগুড়ার গাবতলী এলাকায় এমএসএস এর শাখা সমূহে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়। সংস্থার সদস্য এবং স্থানীয়দের মাঝে প্রায় দুই হাজার ফলজ গাছ এবং বনজ গাছ বিতরণ করা হয়।

Share.