বিসিবিতে করোনার হানা

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এক স্টাফের কোভিড পজিটিভ হওয়ায় মাঠে অনুশীলন করেননি দুই ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ও নাঈম শেখ। যদিও পরবর্তীতে দুই ক্রিকেটারের টেস্ট করানো হলে নেগেটিভ আসে।এদিন সাইফুদ্দিন ও নাঈম শেখ অনুশীলন না করলেও নিজেদের প্রস্তুতি সেরেছেন পেসার রুবেল হোসেন, ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।এদিকে টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ মিঠুন। টেস্ট ও ওয়ানডে দলে নেই কিন্তু টি-টোয়েন্টি দলে আছেন এমন সদস্যরা হলেন শামিম পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও সৌম্য সরকার।বিসিবি স্টাফের করোনায় পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেটা কেটে গেছে দুই ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসায়।৯ জুলাই ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা দেশ ছাড়বেন। জিম্বাবুয়ে পৌঁছাবেন ১০ জুলাই। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। টি-২০ সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে। আর সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে আগামী বুধবার মাঠে নামবে বাংলাদেশ।

Share.