ইউরো কাপ থেকে বিদায় পর্তুগাল

0

স্পোর্টস ডেস্ক: ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা বাড়ার আর সুযোগ নেই। তাই বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীদের মন খারাপ পর্তুগিজ মহাতারকার জন্য। তবে রোনালদো যেন না থেকেও আছেন।অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গেছে চেক প্রজাতন্ত্র। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন প্যাট্রিক শিক। পাঁচটি গোল করে রোনালদোর সঙ্গে সর্বোচ্চ গোলাদাতার তালিকায় দুই নম্বরে রয়েছেন তিনি।তবে পর্তুগাল বিদায় নিলেও পাঁচটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট থাকায় সর্বোচ্চ গোলাদাতার তালিকায় এক নম্বরে রয়েছেন সিআর সেভেন। দ্বিতীয় স্থানে শিক। তার একটিও অ্যাসিস্ট নেই।সর্বোচ্চ গোলদাতার তালিকায় এ দু’জনের পেছনেই আছেন যথাক্রমে বেলজিয়ামের রোমেলু লুকাকু (৪), সুইডেনের এমিল ফর্সবার্গ (৪), ফ্রান্সের করিম বেনজেমা (৪)। প্রত্যেকের দলই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।সব মিলিয়ে গোল্ডেন বুটের দাবিদার হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন পর্তুগালের মহাতারকা। তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। রোনালদোর কাছাকাছি রয়েছেন ডেনমার্কের ক্যাসপার ডলবার্গ। তিনটি গোল করলেও একটাও অ্যাসিস্ট এখনও করতে পারেননি তিনি। সুযোগ রয়েছে ইংল্যান্ডের রহিম স্টারলিংয়ের কাছেও। তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

Share.