বিস্ফোরক আইনে শাহজাহানপুরে আরেকটি মামলা, আসামি তিন শতাধিক নেতাকর্মী

0

ঢাকা অফিস: নাশকতার অভিযোগ এনে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের সামনে মহাসমাবেশের অনুমতি না পেয়ে শাহজাহানপুরের চাঁনমারী বাটক্রসিং এলাকায় লাঠিসোঠা লোহার রড, ইট পাটকেল, ককটেল ও বিভিন্ন মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় যানচলাচলে প্রতিবন্ধকতা ও সরকার বিরোধী স্লোগান দেন। এসময় তারা নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা করে। এসময় কালো টেপ লাগানো জর্দ্দার কৌটা সদৃশ পুরাতন টিনের কৌটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং পল্টন থানায় আরেকটি মামলা হয়েছে।

Share.