বিয়াল্লিশে তাহসান

0

বিনোদন ডেস্ক: তাহসান রহমান খান—এ নামের আগে বিশেষণ বসাতে আপনাকে একটু ভাবতে হবে। তাঁকে সংগীতশিল্পী নাকি অভিনেতা বলবেন, নাকি বলবেন গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ডবাদক; মডেল নাকি উপস্থাপক? শিক্ষকতাও করেছেন এ অলরাউন্ডার। আজ সেই তাহসানের জন্মদিন।

ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করতেই ৪১ পেরিয়েছেন তাহসান, পা দিয়েছেন ৪২ বছরে। এবারের জন্মদিনে ভক্তদের সবচেয়ে বড় সুখবর জানিয়েছেন তাহসান। জন্মদিনের আগের সন্ধ্যায় তাহসান জানিয়েছেন, তিনি করোনামুক্ত হয়েছেন, সে জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ভক্তদের কাছে। গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। ১৯৭৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করা তাহসান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে যোগ দেন। তবে পরে এই জনপ্রিয় ব্যান্ডদল থেকে বের হয়ে তাহসান নিজস্ব অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোট পর্দায়, কাজ করছেন সিনেমায়ও।

Share.