রবিবার, নভেম্বর ২৪

বিয়ের অনুষ্ঠানেও এনআরসি, সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ: বর-কনে নামল রাস্তায়

0

ডেস্ক রিপোর্ট: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা ভারত উত্তাল হয়ে আছে। দেশটির বিভিন্ন রাজ্যে এই আইন পাসের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে ও দমিয়ে রাখতে দেশটির বহু অঞ্চলে সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। ১৪৪ ধারা জারি করে আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রতিবাদীদের। তবে পশ্চিমবঙ্গ, কেরালার মতো কিছু রাজ্যে স্বতঃস্ফূর্তভাবেই বিক্ষোভ করতে পারছেন আন্দোলনকারীরা। কারণ সেখানকার সরকারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে আন্দোলন করছে। তবে এবারে প্রতিবাদ শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই। নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগরিক পঞ্জির আগুন এবারে ঢুকে পড়ল বিয়ের আসরেও। কেরালায় বেশ কিছু দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে এনআরসি এবং সিএএ-বিরোধী পোস্টার ব্যবহার করে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন। কেরল সবসময়ই অভিনব প্রতিবাদের জন্য বিখ্যাত। তবে বিয়ের আসরে সিএএ এবং এনআরসি ঢুকে পড়বে এতটাও কেউ কল্পনা করেনি। কিন্তু দেশ জুড়ে প্রতিবাদের আবহে কেরালার বেশ কয়েকটি দম্পতি এ কাজটা করছেন। সেই ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে নিজেদের প্রতিবাদ সকলের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। এরই মধ্যে ছবিগুলো সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। একাধিক বিয়ের আসরের বর-কনেরা এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এছাড়াও বিক্ষোভ জানাতে বিয়ের সাজেই বর-কনেদের রাস্তায় নেমে যান। এদিকে দুই নবদম্পতিকে দেখা গেছে, বিয়ের সাজেই বিক্ষোভে অংশ নিয়ে সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন। এই আইনকে ধর্মীয়ভাবে বৈষম্যমূলক বলে অভিহিত করেন তারা। এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইনের বাতিলে বর-কনে ও হবু দম্পতির এভাবে প্রতিবাদের বিষয়টি নিয়ে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ।

Share.