বীরগঞ্জে দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

0

বাংলাদেশ থেকে দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মোঃ ফজলার রহমানের মঙ্গলবার দুপুরে নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শূন্য পদে ১২ জন আবেদন করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোঃ মোস্তফিজুর রহমান ও সভাপতি মোঃ তছলিম উদ্দিন মোটা অংকের অর্থের বিনিময়ে মনিরুজ্জামানকে নিয়োগ পরীক্ষায় চুড়ান্ত করেছেন। তারা আরো জানান নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে পূর্বেই দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার পরেও তারা অভিযোগ অমান্য করে নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করেছেন। উক্ত নিয়োগ পরীক্ষায় ম্যানেজিং কমিটির কোন সদস্য কে জানানো হয়নি। ১২ জন আবেদন কারীর মধ্যে ৫ জন্য উক্ত পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুনের সঙ্গে মুঠো ফোনে জানতে চাইলে তিনি নিয়োগ পরীক্ষা বিষয়ে কিছুই জানেন না। ৭ জন আবেদনকারী নিয়োগ পরীক্ষা বাতিলের জোর দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আবু সাঈদ, মোঃ আব্দুর রহমান, মোঃ বেলাল হোসেন, শাহানা পারভীন, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম, আহসান হাবীব, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফজলার রহমান ও আলম হোসেন।

Share.