বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বেতনের দাবিতে সড়ক অবরোধ করে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

0

ঢাকা অফিস: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা। শনিবার মধ্যবাড্ডা ইউলুপের সামনে দুই পাশের সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুইদিকের যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, মধ্যবাড্ডা এলাকার ৩টি গার্মেন্টসের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে বলে তারা একজোট হয়ে সড়কে অবরোধ করেছে। তারা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়ায় অনেক জরুরি সেবার যান আটকে ছিল। বাড্ডা থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে (দুপুরে) সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Share.