বোয়ালমারীতে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

0
 বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ‘বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)’-র বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে রবিবার (১৫ নভেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-র কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সংগঠনের উপজেলা শাখা এই কর্মবিরতি পালন করে। উপজেলা পরিষদের হলরুমের সামনে অবস্থান করে বাকাসাস-র স্থানীয় নেতৃবৃন্দ কর্মবিরতি পালন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. মোস্তফা কামাল, উচ্চমান সহকারী রফিকুল আলম সেলিম, দেবেশ চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি)-কার্যালয়ের প্রধান সহকারী যোগেশ চন্দ্র বিশ্বাস, অফিস সহকারী মো. উকিল হোসেন, জামাল হোসাইন, মো. লুৎফর হোসেন, মো. সেলিম হোসেন প্রমুখ। উল্লেখ্য, বাকাসাস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সংগঠনের বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।
Share.