বোয়ালমারীতে ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা

0

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এন্টিবায়োটিক ও অন্যান্য জীবানুরোধী ঔষধের সতর্ক ব্যবহার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পালিত হচ্ছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে এই সচেতনতা সপ্তাহ। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডা. মোরশেদ আলম, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রীতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রমুখ।

Share.