বোয়ালমারীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যবসায়ীকে জরিমানা

0

বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাস্ক না পরায় পৌর শহরের ১১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক। আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে উপজেলার পৌর সদরের মাছ বাজার ও বিভিন্ন বিপনী বিতানে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রেতাদের মুখে মাস্ক না থাকার অপরাধে  সংক্রমণ রোগের বিস্তার ১৯৯৮ এর ২৪(২) ধারায় দত্ত ফার্মেসীর ঔষধ বিক্রেতা লিটন বিশ্বাস, আদর্শ বস্ত্রালয়ের প্রদীপ কুমার মালো, নার্গিস বাসনালয়ের বাবু শেখ, কাপড় ব্যবসায়ী নাসির উদ্দিনকে ২হাজার টাকা করে এবং সাত মাছ বিক্রেতাকে ৫শ টাকা করে মোট ১১হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক বলেন, প্রধানমন্ত্রীর ‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে এই অভিযান পরিচালনা করা হয়।

Share.