ব্যাংক গুলোতে মানা হচ্ছেনা কোন প্রকার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব

0
বাংলাদেশ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ গফরগাঁও উপজেলার করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ ব্যাংক স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এই সকল তথ্য যেন কোন প্রকার সচেতন করতে পারছেনা গফরগাঁও এর সোনালী ও অগ্রণী  ব্যাংককে। গফরগাঁও এর ব্যাংক গুলুতে মানা হচ্ছেনা কোন প্রকার সামাজিক দূরত্ব।বিশেষ করে গফরগাঁও সোনালী ও অগ্রণী ব্যাংক এর অবস্থা খুবই ভয়াবহ। ব্যাংক কর্মকতা এমনকি ব্যাংক ম্যানেজার এর মধ্যেও দেখা গেলনা কোন প্রকার সচেতনতা। ব্যাংক ম্যানেজার এর কাছে জানতে চাইলে তিনি বলেন,  একসাথে অনেক লোক প্রবেশ করায় সামাজিক দূরত্ব মানা কষ্টকর হয়ে যায়। মাসের প্রথম দিকে অনেকেই পেনশন সহ নানান ভাতা উত্তোলন করতে আসায় জন সমাগম হয় বেশি। এই অবস্থা চলতে থাকলে পরিনাম হবে ভয়াবহ। তাই গফরগাঁও এর ব্যাংক গুলোতে  সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার নিশ্চত করনের দাবি সচেতন মহলের।
Share.