ব্যাংক লুটের টাকা রাস্তায় ছড়িয়ে বড়দিনের শুভেচ্ছা

0

ডেস্ক রিপোর্ট: বড়দিন উপলক্ষে পুরো বিশ্ব মেতে উঠেছে আনন্দ উৎসবে। বিশেষ এই দিনটিতে একে অন্যকে শুভেচ্ছা জানাতে নানা আয়োজনে ব্যস্ত সবাই। তবে ব্যাংক লুট করে সেই টাকা মানুষের মধ্যে বিলিয়ে বড়দিনের শুভেচ্ছা জানানোর ঘটনা পৃথিবীতে প্রায় ঘটেনি বললেই চলে। সম্প্রতি এমনই এক কাণ্ড করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বসবাসকারী ডেভিড ওয়েন অলিভার নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। কলোরাডো স্প্রিং পুলিশ জানায়, বড়দিনে ঠিক দুই দিন আগে দুপুরে সাদা দাঁড়িওয়ালা এক ব্যক্তি কলোরাডো স্প্রিং একাডেমি ব্যাংকে ঢুকে টাকা লুটপাট করে। তারপর ব্যাগভর্তি সেই টাকা পথে যেতে যেতে চারিদিকে ছড়িয়ে দিয়ে পথচারীদের উদ্দেশে বলতে থাকে, ‘মেরী ক্রিসমাস!’ প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা ছড়ানোর কিছুক্ষণ পর সেই ব্যক্তি স্থানীয় একটি কফি শপের সামনে বসে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। তবে ডেভিডের লুট করে ছড়িয়ে দেওয়া সেই টাকা পথচারীদের মোটেই আকৃষ্ট করেনি। বরং পথচারীরা রাস্তায় পড়ে থাকা সেই সব অর্থ উঠিয়ে নিয়ে আবার স্থানীয় ব্যাংকে জমা দিয়েছেন বলে জানা গেছে। নিছক মজা থেকে নাকি অন্য কোনো কারণে ডেভিড এমন কাণ্ড করে বসেছেন তা এখনও জানা যায়নি।

Share.