ব্রিটেনে করোনা মোকাবেলায় আসছে নতুন বিধিনিষেধ

0

ডেস্ক রিপোর্ট: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন শুরুতে আশার আলো দেখালেও, এখন সেটি প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছে। অন্যদিকে ব্রিটেনেও করোনা ভাইরাসের লাগাম টানা যাচ্ছে না। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। এ অবস্থায় আগামী সোমবার থেকে নতুন বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে। এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাজ্যের অক্সফোর্ডের টিকার ট্রায়াল বন্ধ রাখা হয়েছে। তবে আশা করা হচ্ছে, অসুস্থ হওয়ার কারণ নির্ণয়ের পর শিগগিরই আবার শুরু হবে ট্রায়াল। এদিকে ব্রিটেনে প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত আশঙ্কাজনকহারে বাড়ার কারণে নতুন নিয়ম নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। একসঙ্গে ছয়জনের বেশি মানুষ জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা এসেছে। নিয়ম ভঙ্গ করলে ১০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হবে। আগে থেকেই ধারণা করা হচ্ছিলো করোনার দ্বিতীয় ভয়াল থাবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটেন। তবে, ব্রিটেনবাসীর এই শঙ্কা যেন খুব দ্রুতই বাস্তবে পরিণত হচ্ছে। আর তাই কিছুটা বাড়তি উদ্বেগ, উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। অক্টোবরের মধ্যেই প্রতিদিন করোনা পরীক্ষা ৫ লাখে নিয়ে যেতে কাজ করছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসের ধাক্কা সামাল দিয়ে ব্রিটেনকে এই বছরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক করার পরিকল্পনা ছিলো প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে এর আগে হয়তো নতুন করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতে হতে পারে দেশটিকে। তবে এই লড়াই যে দীর্ঘ হতে পারে তা মনে করছেন অনেকে।

Share.