বড় ভাইকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগে রাজি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

0

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে ক্ষমতাচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছেন মাহিন্দার ছোট ভাই ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার বরাতে এ তথ্য জানিয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে একটি সর্বদলীয় সরকার গঠনে সম্মত হয়েছেন। সব রাজনৈতিক দল যদি যেসব প্রস্তাব সমর্থন করে, সেগুলোতে প্রেসিডেন্টও সম্মতি দেবেন। চলতি মাসের শুরু থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। কিন্তু গোতাবায়ে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। পরে প্রেসিডেন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দেন। তবে নতুন মন্ত্রিসভায়ও বড় ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তিনি। আগামী ৪ মে পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছেন বিরোধী রাজনীতিবিদেরা। বিরোধী দলগুলোর দাবি, অনাস্থা ভোটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে উৎখাতের জন্য যথেষ্ট সমর্থন তাদের পক্ষে আছে।

 

Share.