বয়স্কদের পাশে আয়ুষ্মান খুরানা

0

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। বিগত বছরগুলোতে একাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন তিনি। করোনার এই সময়ে ঘরে বসেই কাটছে এই নায়কের সময়।সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চেষ্টা করছেন জনসচেতনতার। এছাড়া অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবার বয়স্ক মানুষের পাশে দাঁড়ালেন আয়ুষ্মান খুরানা। জাতীয় মহিলা কমিশনের সঙ্গে কাঁধ মিলিয়ে তিনি এই সাহায্য করছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি টু হেল্প নামে একটি হ্যাশট্যাগও চালু হয়েছে। এ নিয়ে টুইটারে আয়ুষ্মান লিখেছেন, ‘এমন একটি পরিস্থিতিতে হ্যাশট্যাগ হ্যাপি টু হেল্পT টাস্ক ফোর্স একটি অভূতপূর্ব উদ্যোগ। লকডাউনের মধ্যে জাতীয় মহিলা কমিশন প্রবীণ নাগরিকদের প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম ও ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে। কারন যদি  প্রয়োজন হয় [email protected]এ ইমেল করে প্রয়োজনের কথা জানাতে পারেন।’ আয়ুষ্মান খুরানা তার ভক্তদের এই উদ্যোগে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। ২০১২ সালে উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেতা। এরপর তিনি সুজিত সরকার পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র ‘ভিকি ডোনারএ’-এ অভিনয়ের মাধ্যেম বলিউডে পা রাখেন। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করে। এরপর বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দেন আয়ুষ্মান খুরানা। তবে ‘ আর্টিকেল ১৫’র মতো ছবি থাকে দর্শক মনে বহুদিন বাঁচিয়ে থাকবে।   এদিকে আসছে ১২ জুন আমাজন প্রাইম ভিডিওতে এই অভিনেতার ‘গুলাবো সিতাবো’মুক্তি পাবে। এই ভিন্নধারার কমেডি ছবি ২০০টি দেশজুড়ে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

Share.