ভরসা ও বিশ্বাসের প্রতিক সফল শ্রমিকনেতা গোলাম সরোয়র প্রধান বিপ্লব

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: একজন নেতা যখন নেতৃত্বের শীর্ষে থাকেন তখন তাকে নানা জনের নানা রকম আবদার রাখতে হয়। অনেকের কথা ভাবতে হয় কত রকমের মনের মানুষের যে মন রক্ষা করতে হয় তা কেবল জানে যে সেই শীর্ষ স্থানে থাকা প্রিয় ব্যক্তিত্ববান মানুষটি । এরকম ব্যক্তিকে ভয় বা হিংসা দিয়ে দোষ বা গুণ দিয়ে চিনা সম্ভব নয়। ভরসা ও বিশ্বাস করে তার সাথে পথ চলতে হবে । তবেই সেই মানুষটিকে আপনি আপনারা বা আমরা চিনতে ও বুঝতে পারবেন । সেই চেনা মানুষ চেনা মুখ প্রিয় মানুষ সফল শ্রমিকনেতা ও আওয়ামীলীগ নেতা যিনি পলাশবাড়ী জামাত বিএনপির আতংঙ্ক হিসাবে সর্বত্র পরিচিত নাম অপশক্তির বিরুদ্ধে সোচ্চার যিনি সর্বদা তিনিই ভরসা ও বিশ্বাসের প্রতিক সফল শ্রমিকনেতা গোলাম সরোয়র প্রধান বিপ্লব। যার হুঙ্কার ও অবস্থানের পর আমরা পৌরবাসী পেয়েছি আমাদের দুই যুগের বেশী সময় ধরে হারানো ভোটাধিকার। গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরের ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলার আওয়ামীলীগের সফল সভাপতি মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান বাবু চেয়ারম্যানের বড় ছেলে গোলাম সরোয়ার প্রধান বিপ্লব যিনি তার বাবার হাতে গড়া শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এক যুগের বেশী সময় ধরে । একজন শ্রমিক নেতা হিসাবে ও উপজেলা আওয়ামীলীগের প্রথম সারির নেতা হিসাবে ব্যাপক ভুমিকা পালন করে চলছেন তিনি । এই শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালনকালে তিনি পৌর এলাকাসহ উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করছেন । বর্তমান সময়ে পৌরএলাকার সর্বত্র ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে রয়েছে তার আর্থিক সহায়তা। নেতৃত্বেও তার যেমন সফলতা রয়েছে ব্যবসায় রয়েছে তার ব্যাপক সাফল্য বর্তমান সময়ে গোলাম সরোয়ার প্রধান বিপ্লব সফল পরিবহন ব্যবসায়িদের একজন । বর্তমান সময়ে পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়নে যে এগিয়ে এসেছেন এবং নেতৃত্ব দিয়ে আন্দোলন করে পৌরসভা বাস্তবায়ন করেছেন আগামীতে পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে যার আয়োজন প্রায় শেষ তফসিল ঘোষণা হলেই এ নির্বাচনের ভোট গ্রহনের দিন তারিখ জানা যাবে । এ নির্বাচনের পরিস্থিতির সৃষ্টিকারী ও পৌরবাসীসহ ৩ টি ইউনিয়নের ভোটারদের ভোটাধিকার ফিরে পেতে ব্যাপক ভুমিকা রাখায় আগামী পৌর নির্বাচনে প্রথম পৌর পিতা হওয়ার ভোট যুদ্ধে ব্যাপক ভোটে নির্বাচিত হবে সফল শ্রমিকনেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। আজ আমরা এই মানুষটিকে না চিনে বা না বুঝে অন্যের দোষ গুণ দিয়ে বিচার না করে তার ব্যক্তিগত আচার ব্যবহার দিয়ে তাকে চিনতে হবে বুঝতে হবে এবং তার দোষ গুণ গুলোর বিচার করতে হবে । তাকে অনেক জন অনেক মতো করে ভাববেন ও চিনবে এটা বাস্তবতা কিন্তু যারা তার সাথে মিশবে বা জানবে তারাই বলতে পারবে তিনি কতটা সাদা মনের মানুষ। তিনি এমন একজন ব্যক্তি আপনি অপরাধ করলে বা ভালো করলে আপনার মুখে বলতে পারে বা বলে একারণেই আমার কাছে মনে হয় তিনি যাই হোক তিনি সাদা মনের মানুষ । আজকের এ ছবিটি আমার হাতে তোলা পলাশবাড়ীতে গত শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে শ্রমিকদের নানা ভাবে না কথা বলা হলেও বা জানানো হলেও মূল প্রতিদ্বন্দি প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সাথে যে সৌহাদ্যপূর্ন ও মধুর সম্পর্ক থাকা দরকার তা ফুটে উঠেছে। বঙ্গবন্ধুর আর্দশে গড়া আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে বিশ্বাস করি আগামী দিনে পলাশবাড়ী উপজেলা তথা পৌর এলাকায় অপশক্তির বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের বিকল্প নাই । একারণে স্বাধীনতার পক্ষে আমরা যারা আছি তারা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব কে নৌকা মনোনীত নির্বাচিত প্রথম পৌর পিতা হিসাবে দেখতে চাই। এটা কোন ব্যক্তি স্বার্থে নয় দল ও এলাকার স্বার্থে আমাদের বাস্তবায়ন করতে হবে।

Share.