ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে কেন্দ্রে জ্যামার

0

ঢাকা অফিস: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় সব ধরণের ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে কেন্দ্রগুলোতে জ্যামার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছা‌দেকুল আরেফিন বৃহস্পতিবার ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। উপাচার্য বলেন, পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন পরিহার, অবৈধ পরীক্ষাথী শনাক্তকরণসহ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও সব ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ বলেও জানান তিনি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছয়টি অনুষদে ২৪ বিভাগে এক হাজার ৪৪০টি আসন রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯৫৬ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ৩৫ জন। ক, খ ও গ এই তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে ১১টা খ ইউনিটের, ৩টা থেকে ৪টা গ ইউনিটের এবং শনিবার ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৭ ও ১৮ অক্টোবর ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ধার্য থাকলেও উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ ৫টি পদ খালী থাকায় ওই দফায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে ওই দফায় ছাপানো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাদ দিয়ে নতুন প্রশ্নপত্র ছাপানো হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

Share.