ভাইরাল মেয়েকে ফিফটি উৎসর্গ পাকিস্তানি নারী ক্রিকেটারের

0

স্পোর্টস রিপোর্ট: নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ভাইরাল হয়েছিলো পাকিস্তানি অধিনায়ক বিসমাহ মারুফের ছোট্ট কন্যাশিশু ফাতেমা। ভারত-পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ফাতেমার খুঁনসুটিতে মেতে উঠার একটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার সেই মেয়ের উদ্দেশ্যেই এবারের বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক উৎসর্গ করলেন পাকিস্তানি দলনেতা। মাউন্ট মঙ্গানুইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে মাত্র ৪৪ রানে মূল্যবান চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তানের মেয়েরা। পঞ্চম উইকেটে আলিয়া রিয়াজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে এনে দেন সম্মানজনক স্কোর। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানিদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯০ রান। এদিন বিসমাহ একাই করেন প্রতিরোধ্য ৭৮ রানের ইনিংস। ১২২ বলে খেলা ইনিংসটি ৮ চারে সাজনো। তার এই ইনিংসটি নারী বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। রেকর্ড না হলেও, ডাগআউটে থাকা নিজের কন্যার সামনে ফিফটি করতে পারার আনন্দের কমতি নেই বিসমাহর। তাই তো পঞ্চাশ ছোঁয়ার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে বাচ্চা কোলে নেওয়ার মতো উদযাপন করেন তিনি।

 

Share.