ভাঙ্গা রাস্তা মেরামত করলেন কাউখালীর সেবা সংগঠনের কর্মীরা

0

 বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁকা সড়কের বিভিন্ন স্থানের খানা-খন্দ স্বেচ্ছাশ্রমে মেরামত করলেন “কাউখালী সেবা” নামের সংগঠনের কর্মীরা। উপজেলার কৃষি ব্যাংক সড়ক, দক্ষিণ বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে কিছু কিছু স্থানে বড় বড় খান-খন্দে সৃষ্টি হয়। তার উপর টানা বৃষ্টিতে সড়কে যান চলাচলা ব্যবস্থা একেবারই অকেজো হয়ে পড়ে। এসব ভাঙ্গা সড়ক দিয়ে প্রতিদিনই মানুষ চলাচলের সময় ছোট খাট দুর্ঘটনা চোখের সামনে দেখে “কাউখালী সেবা” সংগঠনের কর্মীরা উক্ত সড়কের খানা-খন্দ নিজ অর্থায়নে স্বেচ্ছাশ্রমে মেরামত করেন। “কাউখালী সেবা” সংগঠনের উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, নিজ উদ্যোগে আমরা রাস্তা মেরামতের উপকরণ ইটের খোয়া, বালি, সিমেন্ট কিনে নিজেরাই তা বহন করে সড়কের বড় বড় ভাঙ্গা মেরামত করে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। সংগঠনটির আরেক উদ্যোক্তা আল-মামুন বলেন, স্বেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে সংগঠনের সকল সদস্যদের সহোযোগীতায় এলাকার ভাঙ্গা রাস্তা মেরামত করতে পেরে ভাল লাগছে, এখন মেরামতকৃত রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবেই যান চলাচল করতে পারছে। “কাউখালী সেবা” সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবী সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ যেন ভাঙ্গা সড়কগুলো দ্রুত মেরামত করে এলাকার সধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেয়।

Share.