সারাদেশে অব্যাহত নারী নির্যাতন নারী ও শিশু ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

0

বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি: অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় টাউনক্লাব সড়কে স্কুল-কলেজর ছাত্র-ছাত্রীদের সংগঠন গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়। সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রনেতাদের গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পাশবিক নির্যাতন,সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধী নারীকে গনধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন অয়োজন করা হয়। ঘন্টাব্যাপি এ মানবন্ধনে জেলা গ্লোবাল ল থিংকার্স সোসাইটির আহবায়ক জারাফা
আলম ছোয়ার উপাস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম,কলেজ ছাত্র সাদমান শাহরিয়ার,আবরার, ণাফিজ,নিয়াজ, স্কুল ছাত্রী ডি কে দিব্যামনি প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এসকল হত্যা, ধর্ষণ বন্ধে এবং ধর্ষক ও খুনিদের সবোচ্চ শাস্থি মৃত্যুদন্ড আইন বাস্তবায়ন করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান।

Share.