ভারতকে নয়, বিএনপিকে বয়কট করবে দেশের মানুষ: কাদের

0

ঢাকা অফিস: বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যেই তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার (২২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলে। ভারত বয়কট করে কাদের খুশি করতে চায় বিএনপি? এ বয়কটে সাড়া না দিয়ে দেশের মানুষ বিএনপিকে বয়কট করবে। জনগণ ও জাতীয় স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনে না এসে ভুল করে দিশেহারা বিএনপি। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন কাদের।

Share.