ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদে দুই প্রজন্মের লড়াইয়ের সম্ভাবনা

0

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রাচীন রাজনৈতিক দল ও প্রধান বিরোধী দল কংগ্রেসে গত ২০ বছরের মধ্যে প্রথমবার গান্ধী পরিবারের বাইরের কেউ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গান্ধী পরিবারের অনুগত অশোক গেহলট ও দলের মধ্যে সংস্কারপন্থী হিসেবে পরিচিত শশী থারুর মধ্যে প্রেসিডেন্ট পদে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ বছর ধরে সোনিয়া গান্ধী বা তার ছেলে রাহুল গান্ধী কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিলেন। শশী থারুর সাবেক ইউনিয়ন মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি নিজেই প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি কংগ্রেসের জি-২৩ সদস্যদের মধ্যে অন্যতম। ২০২০ সালে এ গ্রুপের সদস্যরা কংগ্রেসের ভেতরে সাংগঠনিক সংস্কারের জন্য সোনিয়া গান্ধীর নিকট চিঠি লিখেছিলেন। গতকাল সোমবার মেডিকেল চেক-আপের পর দেশে ফিরেন সোনিয়া গান্ধী। দুপুরে তার সঙ্গে দেখা করেন শশী থারুর। এর কয়েক ঘণ্টা পরেই রাজস্থান প্রদেশের মুখমন্ত্রী অশোক গেহলট প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি রাহুল গান্ধীকে পুনরায় দলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের পক্ষপাতী। ধারণা করা হচ্ছে, রাহুল গান্ধীকে যারা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, তারা অশোক গেহলটকে সমর্থন জানাতে পারেন।

Share.