শুক্রবার, এপ্রিল ২৬

ভারতের বিহার রাজ্যে পানি শুকিয়ে ভেসে উঠল ১২০ বছরের পুরাতন মসজিদ

0

ডেস্ক রিপোর্ট: ভারতের বিহার রাজ্যে ত্রিশ বছরের বেশি সময় ধরে বাঁধের পানির কারণে একটি মসজিদ ডুবে ছিল। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে পানি শুকিয়ে যাওয়ার পর পুনরায় মসজিদটির সম্পূর্ণ ভবন ভেসে উঠেছে। ভারতের কাশ্মীর লাইফ এক প্রতিবেদনে জানায়, গত ত্রিশ বছর মসজিদটি পানিতে ডুবে ছিল। শুধুমাত্র মসজিদের গম্বুজের কিছু অংশ দেখা যেত। এ কারণে আদৌতে এটি কী তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ছিল। সম্প্রতি বাঁধের পানি কমে যাওয়ার কারণে এখন সম্পূর্ণ মসজিদটি দৃশ্যমান। এর ফলে মানুষের কৌতুহলেরও নিবৃত্তি হয়েছে। এখন অনেকেই মসজিদের ভেতরে প্রবেশ করছেন। ওই এলাকার এক বয়স্ক মানুষ জানান, মসজিদটির নাম নুরি মসজিদ। ১৯৭৯ সালে সেখানে বাঁধের কাজ শুরু হয়। সরকার বাঁধের জন্য সম্পূর্ণ এলাকা অধিকৃত করে এবং সেখানকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করা হয়। একারণে মসজিদটিতে মানুষের যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। ১৯৮৫ সালে সেখানে বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তখন থেকেই মসজিদটি বাঁধের পানিতে ডুবে ছিল। সবচেয়ে চমৎকৃত বিষয় হচ্ছে, মসজিদটি ১২০ বছর পুরাতন স্থাপত্য রীতি মেনে তৈরি এবং এখনও এর কোনো অংশে ক্ষয়ক্ষতি হয়নি। মসজিদটির উচ্চতা ৩০ ফুট। স্থাপত্যবিদদের মতে, ভারতে মুঘল সাম্রাজের শেষ সময়ে মুঘল স্থাপত্য রীতি মেনে মসজিদটি তৈরি করা হয়ে থাকতে পারে।

Share.